জরিপের বিষয়
জরিপের বিষয়টি ছিলঃ বর্তমানে কত স্পীডের ইন্টারনেট কানেকশন ব্যবহার করছেন? জরিপটি বিগত ১লা জুলাই থেকে ৩১ শে জুলাই পর্যন্ত স্থায়ী ছিল। জরিপের ফলাফলঃ জরিপটিতে মোট ১৬৫১ জন ভোটার অংশগ্রহণ করেন। উপরের ফলাফল থেকে দেখা যাচ্ছে মোট ভোটারদের মধ্যে ৫১২ কিলোবিট স্পীডের ব্যবহারী বেশি হলেও তুলনামূলকভাবে বেশিরভাগ ভোটারই ২৫৬ কিলোবিট এবং এর থেকে কম স্পীডের ইন্টারনেট ব্যবহার করছেন ! ইন্টারনেটও মৌলিক চাহিদার মধ্যে পড়ে! বর্তমানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি "ইন্টারনেট"ও একটি মৌলিক চাহিদা হয়ে দাড়িয়েছে ! বাকি মৌলিক চাহিদাগুলি ছাড়া বেচেঁ থাকা যেমন দুষ্কর তেমনি ইন্টারনেট ছাড়াও বর্তমানে বেচেঁ থাকা কঠিন। কিন্তু অন্যান্য মৌলিক চাহিদাগুলি মোটামুটিভাবে পূরণ হলেও দেশের বেশিরভাগ মানুষ ইন্টারনেট সেবার বঞ্চিত ! যেখানে ডিজিটাল বাংলাদেশের এখন প্রায় সকল কাজই ইন্টারনেট ভিত্তিক হয়ে যাচ্ছে সেখানে এই বিষয়টি বড়ই দুঃখের ! আর যারা ইন্টানেট সেবার আওতায় এসেছে তাদের দুর্ভোগও কম নয় ! উচ্চ দামতো বটেই কিন্তু সেই তুলনায় ইন্টারনেটে স্পীড খুবই কম ! তারমধ্যে আবার অ...