৫ মিনিটে ১ জিবি ফাইল শেয়ার করুন আপনার Android মোবাইল থেকে। (Updated)
কিন্তু আজ আমি আপনাদের জন্য এমন এক অ্যাপস নিয়ে এসেছি যার মাধ্যমে আপনি মাত্র কয়েক সেকেন্ডে বিশাল বিশাল ফাইল শেয়ার করতে পারবেন আপনার সময় অপচয় না করেই।
অ্যাপসের বিবরন (ZapYa):
- Author: DewMobile, Inc.
- Category: File Sharing/Tools
- Updated: 2013-08-17
- Version: v1.8 (US)
- Size: 4.4MB
- Requirements: Android 2.2 or higher
- Price: Free
- Play store Link: "ZapYa"
১। প্রথমে ডাউনলোড করে ইনিষ্টল করে নিন (আপনার ও আপনার বন্ধুর মোবাইলে)।
২। এবার আপনার মন মত একটা নাম ও ছবি দিয়ে SAVE করুন।
৩। এবার একটা ডিভাইস থেকে “Creat Group” ও অন্যটা থেকে “Connect to Friends” এ প্রেস করুন।
৪। কিছু সময় অপেক্ষা করার পর আপনার কাঙ্খিত ডিভাইসের নাম পেয়ে যাবেন।
৫। পেয়ে গেলে Connect এ ক্লিক করুন আর অন্য মোবাইল থেকে রিকুয়েষ্ট টি Accept করুন।
৬। কানেক্ট হয়ে গেলে ফাইল লিষ্ট দেখতে পাবেন শেয়ার করার জন্য, যেকোন ফাইলের ওপর ক্লিক করে সেন্ড করে দিন আর দেখুন মাত্র কয়েক সেকেন্ড বিশাল বিশাল ফাইল ট্রান্সফার হয়ে যাচ্ছে। আপনি চাইলে সম্পূর্ন ফোল্ডার ও সেন্ড করতে পারবেন।
::::ছবি সহ অ্যাপটির ইনিষ্টল প্রক্রিয়া ও ফাইল শেয়ার করার প্রক্রিয়া টি দেখতে যেতে পারেন এখনে।::::
এখান থেকে অ্যাপস টি ফ্রিতে ডাউনলোড করে নিন।
মন্তব্যসমূহ