আনলমিটেড ফেইসবুক লাইক, শেয়ার বা কমেন্ট! খুবই সহজ হিসাব, অবশ্যই হবে।
আপনাদের
মধ্যে অনেকেই আছেন যাদের ফেবুতে অসংখ্যা বন্ধু এবং তাদের ফেবু পেজে প্রচুর
লাইক অথচ পেইজটা সেইরকম মজার কিছু না।আর আপনি অনেক কষ্ট করে অনেক সুন্দর
একটা পেইজ বানালেন কিন্তু বেরসিক বাঙ্গালী না লাইক দেয় না শেয়ার দেয়।
গত
কয়দিন হল এই জ্বালায় জ্বলতে জ্বলতে অবশেষে একটা সাইট পেয়েই গেলাম
যেখানে খুবই কম ঝামেলায় আপনার ফেইসবুক বা টুইটারে লাইক বা কমেন্ট এর বন্যা
বইয়ে দেওয়া যায়।
বিশ্বাস হচ্ছে না? না
হওয়ার কিছু নাই। একটা খুবই সহজ হিসাব, এক হাতে দিন আরেক হাতে নিন। মানে
আপনি যা চাইবেন তা আপনাকেই দিতে হবে। একটু সহজ করে দেই। কিছু কিছু সাইট আছে
যারা মিডিয়া এক্সচেন্জ করে। আপনি অবশ্যই ফাও ফাও অচেনা কারও পেজে লাইক
দিবেন না তাই আপনি যদি কারও পেইজে একটা লাইক দেন তবে সে আপনাকে কিছু
পয়েন্ট দিবে, আবার অনুরুপভাবে কেউ যদি আপনার পেজে লাইক দেয় তবে আপনাকেও
কিছু পয়েণ্ট ছাড়তে হবে। ব্যস হয়ে গেল ডিল! আপনি আমারটাই লাইক দেন আর আমি
আপনারটাই লাইক দেই।
তাহলে চলে যান এইখানে। রেজিস্ট্রেশন করুন এবং মজা নেন।
তবে হ্যা, কিছু বিষয় মাথায় রাখবেন:
* প্রতিটা সোস্যাল এক্সচেন্জ এর লাইক গুলি সিলেক্ট করুন এতে সময় বাচবে। কারন শেয়ার বা কমন্টেস এ বেশী সময় লাগে।
* লাইক দেওয়া হলে আপনি নিজ থেকেই পেইজটি বন্ধ করুন নতুবা পয়েন্ট মিস হতে পারে।
* ইউটিউব লাইক বা শেয়ার থেকে বিরত থাকুন, কারন ইউটিউব এমনিতেই অনেক সময় নেয়।
আজকে এই র্পযন্তই, কথা হবে কমেন্টে . . .
মন্তব্যসমূহ