খুব সহজে ফটোশপে বাংলা লিখার উপায়
- প্রথমেই অভ্র ও ফটোশপ ওপেন করে নিন।
তারপর অভ্রর সেটিং প্যানেল থেকে বিজয় টেক্সট কনভার্ট বাটনে ক্লিক করুন।
এবার আপনার কাঙ্ক্ষিত টেক্সট সমূহ বক্সটিতে লিখে কনভার্ট বাটনে ক্লিক করুন, তারপর টেক্সট গুলো কপি করে রাখুন।
এবার ফটোশপের টাইপ টুলটি ওপেন করে তাতে টেক্সট (Ctrl+V) গুলো পেস্ট করুন। তারপর লিখা গুলো সিলেক্ট করা অবস্থায় ফন্ট সেকশনে গিয়ে Kalpurush ANSI সিলেক্ট করুন।
মন্তব্যসমূহ