কম্পিউটার এ নামবিহীন ফোল্ডার তৈরি করে চমকে দিন সবাইকে
করে থাকলেও কিছু যায় আসেনা। নতুনরা শিখুন ।
যেভাবে করবেনঃ
যেই ফোল্ডার টা নামবিহীন করতে চান সেটা রাইট বাটন ক্লিক করে Rename অপশন এ যান । ফোল্ডার এর নাম নীল কালার এ সিলেক্ট থাকা অবস্থায় ALt বাটন চেপে রেখে কিবোর্ড থেকে পর্যায়ক্রমে 0160 চাপুন। Alt বাটন ছেড়ে দিন। দেখুন ফোল্ডার এর নাম এর জায়গায় কিছু নাই। আপনার কাজ শেষ ।পোস্ট টা অনেক ছোট হয়ে গেল। তাইনা?? কি করব কাজ তো শেষ। সবাই ভাল থাকুন।
গুগল অ্যাডসেন্স এর ব্যাপারে যেকোনো হেল্প লাগলে আমাকে বলতে পারেন। সাহায্য করার চেষ্টা করব।
মন্তব্যসমূহ