এখন চাইলেই আপনি আপনার ফায়ারফক্সের গতি বাড়িয়ে নিতে পারেন
প্রাথমিক মেমরী অর্থাৎ RAM এর গতি হার্ডডিস্ক এর চাইতে বহুগুন বেশি। আর তাই ক্যাশিং এর জন্য হার্ডড্রাইভের পরিবর্তে যদি RAM নির্বাচন করা যায় তাহলে ক্যাশিং এর গতিও নিশ্চিতভাবে বেড়ে যাবে। এমন কাজটি আপনাকে করতে হবে আপনার ফায়ারফক্স ব্রাউজারে।
যেভাবে করবেনঃ
ক. ফায়ারফক্স ব্রাউজারের এড্রেসবারে লিখুন about:config এবারএন্টার চাপুন।
খ. এন্টার চাপলে দেখাবে “I’ll be careful, I promise!” ভয় নাই এ বাটনটিতে ক্লিক করুন।
গ. একটি ফিল্টার ঘর দেখা যাবে এবং সেখানে browser.cache লিখুন।
এখানেঃ
I. browser.cache.disk.enable এ ডাবল ক্লিক করে এর ভ্যালু false করে দিন।
II. browser.cache.memory.enable এর ভ্যালু true করুন।
III. যে কোন জায়গায় রাইট ক্লিক করে New > Integer এ ক্লিক করুন।
browser.cache.memory.capacity টাইপ করে OK চাপুন।
IV. পরের ফিল্ডে 100000 (১০০ মেগাবাইটের সমান) লিখে OK চাপুন।
V. সবশেষে সবগুলো ফায়ারফক্স উইন্ডো বন্ধ করে পূনরায় চালু করুন।
কাজ শেষ !
ভালো লাগলে মন্তব্য করে জানান
মন্তব্যসমূহ