এইবার ফেসবুক এ কথা বলবে আপনার কার গাড়ি
এইবার বিজ্ঞানীরা আবিস্কার করল নতুন একটি প্লাগিন। যে প্লাগিন টা ব্যবহার করা যাবে শুধুমাত্র আন্ড্রেয়েড এবং আইফোন । জুবি (Zubie) নামের এই প্লাগিন টি শুধুমাত্র গাড়ির কন্ডিশন এবং লোকেশনেই বলে দিবে না। সাথে গাড়ির মালিক চাইলে ফেসবুক এ শেয়ার করতে পারবে।
নিউ ইয়র্ক টাইমস এর মতে, জুবির হার্ডওয়্যার এর বাইরের একটি চিত্র নিউটন আকার "কী"(Key) হয়। কারের ভিতরের প্লাগিন টি OBD-II ডায়াগনিসেস পোর্ট হবে।
99.95 ডলার মূল্য Zubie ইউনিট একটি GPS রিসিভার এবং একটি সেলুলার তথ্য সংযোগ আছে. ড্রাইভার আইফোন বা অ্যানড্রইড ডিভাইসের জন্য একটি Zubie অ্যাপ্লিকেশন ব্যবহার করে তাদের গাড়ির সম্পর্কে তথ্য অ্যাক্সেস করতে পারেন.
গাড়ি টি লোকেশনে শেয়ার করতে পারবে এবং সেটা অটোম্যাটিকলি। এবং সেটা শেয়ার করবে ফেসবুক এ আপনার সেটিং করে দেওয়া গ্রুপে। এছাড়া গাড়ি আপনার অবস্থান নোটিফিকেশন পাঠিয়ে দিবে। আপনার পরিবারের জন্য এটা হতে পারে একটি স্বস্তিদায়ক প্লাগিন।
মন্তব্যসমূহ