ডেটিংয়ে সঙ্গীর খোঁজ দেবে মোবাইল অ্যাপস
এই অ্যাপলিকেশনের মাধ্যমে আপনি একাধিক পছন্দমত সঙ্গী বা সঙ্গিনীর প্রোফাইল `লাইক` করতে পারবেন। অ্যাপটি নিজে থেকেই প্রতিদিন সন্ধ্যা সাতটায় আপনার সম্ভাব্য পছন্দের ৩০ জনের `ডেট` তালিকা সরবরাহ করবে। তার মধ্যে থেকে পছন্দ অনুযায়ী `লাইক` করতে পারবেন। এমনকি অপছন্দের `ডেট` বা ডেটিংয়ের আবেদন নাকোচও করতে পারবেন। এবং পুরোটাই করতে পারবেন ভুয়া পরিচয়ে।
আপনি যাকে `লাইক` করছেন তিনিও যদি প্রত্যুত্তরে `লাইক` ফিরিয়ে দেন, তাহলেই ঝামেলা শেষ। সরাসরি আবেদন, নিবেদনের ঝক্কি এড়িয়ে অল্প আয়াসেই আপনার মনমত ডেটিং পার্টনার নিশ্চিত। অবশ্যি একদিনের `ডেট` বহুদিনে গড়াবে কী না সেখানে কিন্তু থাকতে হবে আপনার কেরামতি। প্রথম দিনের দায়িত্বটা Krush নিলেও, বাকী দিনগুলোর বন্দোবস্ত কিন্তু আপনার ব্যক্তিগত ক্যারিশ্মার উপরই নির্ভর করবে।
মাত্র তিনদিন আগে ভারতের বাজারে এসেছে এই ফ্রি অ্যাপ। এখনও পর্যন্ত অঙ্কুর অবস্থাতেই আছে। তবে ইতিমধ্যেই ৩৫০ বার ডাউনলোড করা হয়ে গেছে এই অ্যাপ।
মন্তব্যসমূহ