ওয়ার্ল্ড কাপের সম্পূর্ণ ফিক্সচার

সবাইকে প্রথমেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন।
মাত্র ২দিন পরেই শুরু হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫। আপনারা সবাই নিশ্চয়ই অধির আগ্রহে অপেক্ষা করছেন। তাই, আমি আপনাদের জন্য নিয়ে এলাম ওয়ার্ল্ড কাপের সম্পূর্ণ ফিক্সচার। এখান থেকে আপনি গ্রুপ পর্ব, ফাইনাল, সেমিফাইনাল সব কিছুই দেখতে পারবেন। তাহলে চলুন দেখে নেয়া যাক। সেভ করতে চাইলে রাইট ক্লিক করে Save Image As এ ক্লিক করে আপনার ডিভাইস এ সেভ করে নিন। ধন্যবাদ।

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জেনে নিন কিবোর্ডের সাহায্যে কিভাবে (×গুন এবং ÷ ভাগ) এই চিহ্ন বা প্রতীক দুটি দেয়া যায়।

অসাধারন গেমের windows pc থিম !!!

ফেইসবুকে যে কোন ছবি ক্লিক না করে খালি মাউস দিয়ে দেখুন বড় করে