দোকানে গিয়ে কেন টাকা খরচ করবেন? এবার নিজেই উইন্ডোজ সেটাপ দিন। (দুটি ইনস্টলেশন গাইড স্ক্রীনশট সহ)

আগেই বরে রাখি পোষ্টটি যারা উইন্ডোজ সেটাপ দিতে জানেন তাদের জন্য না। এটি হল নতুনদের জন্য। মানে যারা উইন্ডোজ দিতে জানেন না তাদের জন্য। নতুনদের জন্য সত্যি চমৎকার দুটি বই।
এমনভাবে বই দুটি লিখা হয়েছে স্ক্রীনশটসহ মনে হবে হাতে কলমে শিখিয়ে দিচ্ছে কেউ।
তাহলে আর দেরী না এখনি বই দুটি ডাউনলোড করে নিন। নিচে বই দুটির লিংক দিচ্ছি।
উইন্ডোজ এক্সপি ইনস্টলেশন গাইডটি এখানে ক্লিক করে নামিয়ে নিন। মিডিয়ফায়ার লিংক। 
এবং উইন্ডোজ সেভেন ইনস্টলেশন গাইডটি এখানে ক্লিক করে নামিয়ে নিন। মিডিয়ফায়ার লিংক। 
কিছু সীমাবদ্ধতাঃ এক্সপি ইনস্টলেশন গাইডটি ইংলিশে লিখা। তবে কোন সমস্যা হবেনা কারণ যারা ইংলিশ ভালভাবে জানেন না নূন্যতম জানেন তারাও ভাল করে বুঝবেন স্পষ্ট স্ক্রীনশট দেওয়া আছে তাই।
আর উইন্ডোজ সেভেন ইনস্টলেশন গাইডটি দেখলে খুব সহজে উইন্ডোজ এইট-8 ও সেটাপ দিতে পারবেন কারণ দুটির ইনস্টলেশন প্রক্রিয়া প্রায় একি রকম।
বিঃ দ্রঃ বই দুটির কোনটিই কিন্তু আমার লেখা নয়, দুটিই সংগ্রহ করা। 
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জেনে নিন কিবোর্ডের সাহায্যে কিভাবে (×গুন এবং ÷ ভাগ) এই চিহ্ন বা প্রতীক দুটি দেয়া যায়।

অসাধারন গেমের windows pc থিম !!!

ফেইসবুকে যে কোন ছবি ক্লিক না করে খালি মাউস দিয়ে দেখুন বড় করে