এবারের ক্রিকেট বিশ্বকাপের প্রতি দলের আইকন ক্রিকেটারদের অসাধারন অফিসিয়াল পোস্টার। দেখেছেন নাকি? না দেখলে এক নজর করে দেখে যাওয়ার আমন্ত্রণ রইল
কেমন আছেন ভাইয়েরা? দেখতে দেখতে চলেই আসল আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫।
আসন্ন ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ উপলক্ষ্যে আপনাদের সাথে শেয়ার করেছি গান,
ফিকচার। আর আজ নিয়ে এলাম আইসিসি প্রকাশিত এবারের টপ ১৪ জন আইকন ক্রিকেটারের
অসাধারন ডিজাইনের অফিসিয়াল পোস্টার। এবারের ক্রিকেট বিশ্বকাপে অংশ নেয়া ১৪
টি দলের মধ্য থেকে প্রতি দলের একজন করে ক্রিকেটারকে আইকন প্লেয়ার হিসেবে
ধরা হয়েছে। পোস্টারগুলো ডিজাইন করেছেন Sameer Kulavoor।
সাকিব আল হাসান - বাংলাদেশ
বিরাট কোহলি - ইন্ডিয়া
কেভিন ও ব্রায়ান - আয়ারল্যান্ড
ব্রেন্ডন ম্যাককুলাম - নিউজিল্যান্ড
আফ্রিদি - পাকিস্তান
কালম ম্যাকলিউড - স্কটল্যান্ড
ডেইল স্টেইন - সাউথ আফ্রিকা
অ্যানজেলা ম্যাথিউস - শ্রীলংকা
খুররম খান - ইউনাইটেড আরব আমিরাত
ক্রিস গেইল - ওয়েস্ট ইন্ডিজ
হ্যামিলটন মাসাকাদজা - জিম্বাবুয়ে
মিশেল জনসন - অস্ট্রেলিয়া
মোহাম্মাদ নবী - আফগানিস্তান
স্ট্রুয়াট ব্রড - ইংল্যান্ড
মন্তব্যসমূহ