ফেইসবুকের ফটো ভেরিফাই করে আপনার ID ঠিক করে নিন!




ফটো ভেরিফাই দুই প্রকার! এক প্রকারে ৬ টি করে ফ্রেন্ডসের নাম থাকে!
অন্য প্রকারে কোন নাম থাকে না! দ্বিতীয় প্রকারে শুধু যার একাইন্ট সেই পারবে উদ্ধার করতে!
আমি এখানে বলব কি করে প্রথম প্রকার অর্থাৎ ৬টি অপশন থাকা একাউন্টে ফটো ভেরিফাই করা যায়!
১. খাতা ও কলম নিতে হবে!
২. লগইন করে ক্যাপসা ভেরিফাই করতে হবে!
৩. START এ ক্লিক করেন তিনটা করে ফটোর সাথে ৬টি ফ্রেন্ডসের নাম সহ ২ বার skip সহ মোট ৭ বার আসবে।

৪. তিনটা ছবির নাম গুলা খাতাই লিখুন! যেমন 2nd picture: Don't copy my style with Boy!
৫. তারপর ৬ জন ফ্রেন্ডের নাম গুলা লিখে রাখুন!
৬. এভাবে প্রতি ৩০ মিনিট পরপর ট্রাই করুন!
৭. অনেক সময় দেখবেন ছবি গুলা বার বার আসবে কিন্তু নাম গুলা পরিবর্তিত, তখন আগে লিখা নামগুলার মধ্যে যেগুলো পাবেন না সেগুলো কেঁটে দিবেন!
৪-৫ বার ট্রাই করার পর আপনার কাঙ্খিত সঠিক নামটি খুঁজে পাবেন!
৮. আর সঠিক নাম খুঁজে পেলেই, আপনি আপনার আই ডিটি ফটো ভেরিফাই করে খুলে ফেলতে পারবেন!
ধন্যবাদ সবাইকে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জেনে নিন কিবোর্ডের সাহায্যে কিভাবে (×গুন এবং ÷ ভাগ) এই চিহ্ন বা প্রতীক দুটি দেয়া যায়।

অসাধারন গেমের windows pc থিম !!!

ফেইসবুকে যে কোন ছবি ক্লিক না করে খালি মাউস দিয়ে দেখুন বড় করে