ফটো এডিট করার জন্য আপনাকে আর ফটোশপ এর ঝামেলা পোহাতে হবে না, সহজেই এডিট করুন Photoscape এর মাধ্যমে
লিঙ্ক পান
Facebook
X
Pinterest
ইমেল
অন্যান্য অ্যাপ
-
Photoscape
একটি অসাধরন ফটো এডিটিং software . এর মাধ্যমে আপনি খুব সহজেই এডিট করতে
পারবেন যে কোন ছবি । আসলে ফটোশপ এর বিকল্প কিছুই নেই । আপনি যদি ফটোশপ এর
কাজ না জানেন তাহলে এটি আপনার জন্য । আমি ফটোশপ শেখার আগে Photoscape দিয়ে
সব কাজ করতাম । শুধু ছবি এডিটিং নয় এর মাধ্মে আপনি খুব সহজে নিতে
পারবেন Screen Capture . ছবির সাইজ ও কমাতে বাড়াতে পারবেন । আবার Animated
GIF ও তৈরি করতে পারবেন । নিচের ছবি গুল দেখলে আরো পরিস্কার হবেন এর
কাজ সম্পর্কে ।
download link https://www.dropbox.com/s/5x22zb7uonbnlfa/PhotoScapeSetup_V3.5.exe
happy new year ..
পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম, আশা করছি টিটির সদস্যরা সবাই ভাল আছেন। এটি আমার প্রথম টিউন। তাই ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিবেন। আমাদের প্রয়োজনে আমরা (×গুন এবং ÷ভাগ) এই চিহ্ন বা প্রতীক দুটি কিবোর্ড দিয়ে দিতে পারি না। কারন উক্ত চিহ্ন বা প্রতীক দুটি কিবোর্ড এ নেই। কিবোর্ড ছাড়া এই চিহ্ন বা প্রতীক দিতে হলে মেনু বারের Insert+Symbol এ গিয়ে খুজতে হয়। যা অনেক সময়সাপেক্ষ ব্যাপার। আবার অনেক সময় খুজেও পাওয়া যায় না। তখন আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। এ কারনে আমি আপনাদের জন্য কিবোর্ড দিয়ে (×গুন এবং ÷ভাগ) এই চিহ্ন বা প্রতীক দুটি কিভাবে দেয়া যায় তার টিপস দিলামঃ 1. (×গুন) এর জন্য= কি বোর্ড এর Alt+0215 চাপুন। 2. (÷ ভাগ) এর জন্য = কি বোর্ড এর Alt+0247 চাপুন। বি. দ্র: বাংলা টাইপ করার সময় অবশ্যই কিবোর্ড ইংরেজি ফন্টে পরিবর্তন করে নিতে হবে। এই ধরনের টিউন পূর্বে কেউ করে থাকলে অনুগ্রহ করে ক্ষমা করে দিবেন। আমার জন্য দোয়া করবেন।টেকটিউনসের সাথে যেন সবসময় পথ চলতে পারি।
এখানে কিছু অসাধারন গেমের windows থিম আছে যা আপনার pc কে আরও সুন্দর করে তুলবে,গেমাররা না ডউনলোড করে থাকতে পারবেন না এই গুলো কেবল 10mb থেকে 13 mb ...... যাদের speed কম তারাও খুব সহজে ডউনলোড করতে পারবেন…. তাই দেরি না করে এই link এ click করুন.................... Grand Theft Auto 5...... Watch_Dogs.... Alan Wake.... Angry Birds.... EA SPORTS World Cup...... Halo 4 Heroes......
আসসালামুয়ালাইকুম... আমি হৃদয়... আবার আপনাদের মাঝে হাজির আর একটা নতুন সফটওয়্যার নিয়ে... আমরা ফেইসবুক ব্যবহারকারীদের সবচেয়ে কস্ত লাগে যখন কোন ছবিকে ক্লিক দিয়ে বড় করে দেখতে হয়... আর যাদের নেট স্লোল তাদের ত আর দুঃখের শেষ নাই... ক্লিক দিয়ে বসে থাকি কিন্তু ছবি আর আসে না... এই সমস্যার একটা সুন্দর সমাধান আছে... facebook photo zoom 0.7... এটার জন্য আমাদের প্রথমে add-ons এ যেতে হবে । এরপর search এ গিয়ে facebook photo zoom লিখে এন্টার দিতে হবে... এরপর install দিয়ে মজিলা restart করে ফেসবুকে ঢুকে মাউস আইকন যে কোন ছবিতে নিলে সেটা অটো জুম হয়ে ফুল সাইজ দেখাবে...
মন্তব্যসমূহ