নিয়ে নিন ৩৫ টি ইংলিশ stylist ফন্ট। অবশ্যই ভাল লাগবে। (মাত্র দেড় মেগাবাইট)



আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আপনাদের দোয়ায়। তবে কিছুদিন আগে একটি পোষ্ট করতে চেয়েছিলাম! কিন্তু যতবারই পাবলিশ করতে যাব ততবারই দেখায় in content forbidden word।  কিন্তু ফরবিডেন ওয়ার্ড কোনটা সেটাই বুঝতে পারিনি। অবশেষে সেই পোষ্টটি করতেই পারিনি এবং সেই পোষ্টটি এখনও খসড়াই রয়ে গেল। টেকি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে আশা করি হেল্প করবেন। মাফ করবেন, মূল কনটেন্ট ছেড়ে আন-রিলেটেড কনটেনটে চলে গেলাম। থাক আর কথা বাড়াবো না। এখানে ক্লিক করে ফন্টগুলো নামিয়ে নিন।
নিচে কয়েকটা ফন্টের নমুনা দিলাম................................

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জেনে নিন কিবোর্ডের সাহায্যে কিভাবে (×গুন এবং ÷ ভাগ) এই চিহ্ন বা প্রতীক দুটি দেয়া যায়।

অসাধারন গেমের windows pc থিম !!!

ফেইসবুকে যে কোন ছবি ক্লিক না করে খালি মাউস দিয়ে দেখুন বড় করে